দেশ বিভাগে ফিরে যান

চব্বিশে মহিলা ভোট আনতে মরিয়া BJP, নয়া কী প্রতিশ্রুতি মোদীর?

December 28, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চব্বিশে ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। তাই মহিলা ভোটারদের মন জয়ে কার্যত মরিয়া মোদী ও তাঁর দল। এই আবহে বুধবার আবারও স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ২ কোটি মহিলাকে ‘লাখপতি’ বানানোর স্বপ্ন দেখালেন মোদী।

মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন মোদী। সেখানেই তিনি বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ২ কোটি মহিলাকে লাখপতি বানাতে চান তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে ক্রমেই কোনঠাসা বিজেপি, কৃষক ও শ্রমিকরাও খুশি নন মোদী সরকারের কর্মকাণ্ডে। ফলে মহিলা ভোটকে হাতিয়ার ছাড়া চব্বিশ পেরোনো সম্ভব নয় বিজেপির। মনে করা হচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই মোদী এমন কথা বলেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #Women, #bjp

আরো দেখুন