উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কোচবিহারে BSF-র বিরুদ্ধে পথে নামলেন কৃষকরা

December 28, 2023 | < 1 min read

কোচবিহারে BSF-র বিরুদ্ধে পথে নামলেন কৃষকরা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কোচবিহারে বিএসএফের বিরুদ্ধে পথে নামলেন কৃষকরা। বুধবার প্রায় আড়াইশো জন কৃষক কোচবিহার সংলগ্ন বাংলাদেশ সীমান্ত থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত মিছিল করে। বিএসএফের কঠোর দমনপীড়নের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন কৃষকরা।

প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল এপিডিআর। তুফানগঞ্জের কৃষকরা তাতে অংশগ্রহণ করে। কৃষকদের অভিযোগ, বিএসএফ তাদের পাট ও ভুট্টা চাষে বাধা দিচ্ছেন। সীমান্তে দৃশ্যমানতা কমে যাওয়ার দাবি করে ফসল ফলানো থেকে রোখা হচ্ছে আন্নদাতাদের, এমনই অভিযোগ। সীমান্ত সংলগ্ন জমি চাষই করতে পারছেন না কৃষকরা, এমনই অভিযোগ।

কৃষকদের দাবি, সীমান্তবর্তী এলাকায় এবং কাঁটাতারের কাছে প্রায় ন’হাজার কৃষকের জমি রয়েছে। অনেকেই জীবিকার জন্য এই জমির উপর নির্ভর করেন। বিএসএফের এহেন আচরণের জন্য তাদের রুজিরুটিরও সমস্যা হচ্ছে বলেন জানাচ্ছেন কৃষকরা। তাঁরা রাজ্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাইছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Protest, #farmers, #Coochbehar, #BSF

আরো দেখুন