কলকাতা বিভাগে ফিরে যান

এক ক্লিকেই মহাত্মার চিঠি ও লেখাপত্র! চালু গান্ধীর নামে ওয়েবসাইট

December 28, 2023 | < 1 min read

এক ক্লিকেই মহাত্মার চিঠি ও লেখাপত্র!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার থেকে এক ক্লিকেই মিলবে গান্ধীজির সব লেখাপত্র ও চিঠির হদিশ। বুধবার মহাত্মা গান্ধীর নামে সায়েন্স সিটিতে একটি ওয়েবসাইটের উদ্বোধন হল। ওয়েবসাইটটির নাম ‘গান্ধীপিডিয়া’, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে চলবে। গান্ধীজির ১০০ ভলিউম লেখা ও ৩১ হাজার চিঠি রয়েছে ওয়েবসাইটে। গান্ধীজির স্মৃতিবিজড়িত কয়েকটি জায়গাতেও এক ক্লিকে ভার্চুয়াল ট্যুর করা যাবে।

তরুণ প্রজন্ম গান্ধীজি সম্পর্কে যা জানতে চায়, তাদের জন্যই এই উদ্যোগ। এক ক্লিকেই সবটা জানা যাবে। আইআইটি খড়্গপুর, আইআইটি গান্ধীনগর ও ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামের যৌথ প্রচেষ্টায় গান্ধীপিডিয়া তৈরি হয়েছে। গান্ধীজির লেখা মোট ৩১ হাজার চিঠি পাওয়া যায়। সেই সমস্ত চিঠি ওয়েবসাইটে রয়েছে। কোন সময়ে কাকে, তিনি চিঠি পাঠিয়েছিলেন; সেই সবই এক ক্লিকে পাওয়া যাবে। দুষ্প্রাপ্য ছবি-ভিডিও’ও রাখা হয়েছে গান্ধীপিডিয়ায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#science city, #Mahatma Gandhi, #Letters, #writings, #gandhipedia, #bapu, #website

আরো দেখুন