খেলা বিভাগে ফিরে যান

INDvsSA Test: তৃতীয় দিনেই ৩২ রানে লজ্জার ইনিংস পরাজয় ভারতের

December 28, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সেঞ্চুরিয়ান টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত। দক্ষিণ আফ্রিকা এক ইনিংস এবং ৩২ রানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল ১-০এ।

প্রথম ইনিংসে কে এল রাহুল শতরান করলেও, দলের রান বেশি ওঠেনি। দ্বিতীয় ইনিংসে শুভমন (২৬) এবং বিরাট (৭৬) ছাড়া কোনও ভারতীয় ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতেই পারলেন না। মাত্র ১৩১ রানে শেষ হল ভারতের দ্বিতীয় ইনিংস। হার মানতে হল এক ইনিংস এবং ৩২ রানে।

এদিন ৪০৮ রানে প্রথম ইনিংস শেষ করল দক্ষিণ আফ্রিকা ৷ ডিন এলগারের ১৮৫ রানের পাশাপাশি মার্কো জানসেনের ৮৪ রানের ইনিংসের জেরে চালকের আসনে চলে আসে প্রোটিয়াবাহিনী ৷ প্রথম ইনিংসে ৬৩ রানের লিড নেয় দক্ষিণ আফ্রিকা। ৬৯ বলে ৪টি উইকেট নেন বুমরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#South Africa, #test match, #Test Cricket, #India

আরো দেখুন