রাজ্য বিভাগে ফিরে যান

শীতে বেড়ানোর নয়া ‘ডেসটিনেশন’ হয়ে উঠেছে থ্রি ডি প্ল্যানেটোরিয়াম

December 28, 2023 | < 1 min read

শীতে বেড়ানোর নয়া ‘ডেসটিনেশন’ হয়ে উঠেছে থ্রি ডি প্ল্যানেটোরিয়াম

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শীত মানেই বেড়ানোর মরশুম, মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়ার পালা। এবার নয়া গন্তব্য হয়ে উঠেছে হাওড়ার থ্রি ডি প্ল্যানেটোরিয়াম। হাওড়া শহরের পাশাপাশি গ্রামাঞ্চল এবং আশপাশের জেলা থেকেও বহু মানুষ তারামণ্ডল দেখতে আসছেন। হাওড়ার শরৎ সদন চত্বরের প্ল্যানেটোরিয়ামে ভিড় জমাচ্ছেন আমজনতা। বিগত বছর তারামণ্ডল উদ্বোধনের পর থেকেই মানুষ এবং ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ দেখা গিয়েছিল।

বড়দিনের ছুটি, বর্ষশেষ ও বর্ষবরণ উপলক্ষ্যে উৎসবের দিনগুলিতে ভিড় আরও বেশি হচ্ছে বলে জানা যাচ্ছে। হাওড়ার বেলুড় মঠ, বোটানিক্যাল গার্ডেনের সঙ্গে ভিড়ে পাল্লা দিচ্ছে হাওড়ার থ্রি ডি প্ল্যানেটোরিয়াম। এই প্ল্যানেটোরিয়ামে একসঙ্গে ১০০জন বসে প্রদর্শনী দেখতে পারেন। প্রতিদিন তিনটে থেকে ছ’টা পর্যন্ত এক ঘণ্টা করে চারটি শো হচ্ছে। শোনা যাচ্ছে, প্রতিদিন গড়ে প্রায় ৩০ হাজার টাকা টিকিট হচ্ছে। প্ল্যানেটোরিয়াম নিয়ে মানুষের আগ্রহেই খুশি পুরসভা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Winter, #howrah, #3d planetorium, #deatination

আরো দেখুন