কলকাতা বিভাগে ফিরে যান

নয়া বছরের প্রাক্কালে নতুন করে সাজল ঢাকুরিয়া লেক সংলগ্ন অঞ্চল

December 28, 2023 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দেশের সংস্কৃতির রাজধানী বলা যায় ‘সিটি অফ জয়’ কলকাতা-কে। শিল্প-সংস্কৃতির পীঠস্থান নতুন করে সেজে উঠল নববর্ষের প্রাক্কালে। শহর বুকে সুর আর রঙের মিলন ঘটল পাথেরিয়া মুদারের ভাবনায়।

ধাপে ধাপে রঙিন হয়ে উঠছে ৮৭ নম্বর ওয়ার্ড, লেক মার্কেট সন্নিহিত এলাকা।

May be an image of 2 people and street

এলাকার আটটি ফুটপাত সেজে উঠেছে রামধনু রঙে।

এক একটি ফুটপাথ এক এক শিল্পীর দখলে।

শ্যামল মিত্র, কবীর সুমন, কুমার শানু, বিক্রম ঘোষ, রূপম ইসলাম, জয় সরকার, অনুপম রায়— কে নেই?

ফুটপাথের পাশাপাশি, সেজে উঠেছে এলাকার কিছু বুটিক, রেস্তোরাঁও।

মুদারের ইচ্ছে, প্রতি সপ্তাহে সেখানে গানের আসর বসানো।

আসরে গাইতে আসবেন নতুন প্রতিভা। ইতিমধ্যেই মঙ্গলবার সঙ্গীতানুষ্ঠান হয়ে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dhakuria

আরো দেখুন