বিনোদন বিভাগে ফিরে যান

‘কফি উইথ করণ’-এ ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা জানালেন শর্মিলা ঠাকুর

December 28, 2023 | < 1 min read

অভিনেত্রী শর্মিলা ঠাকুর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্যানসারে আক্রান্ত হয়েও দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাওয়ার কথা প্রকাশ্যে আনলেন একদা সত্যজিৎ রায়ের নায়িকা ‘অপর্ণা’ শর্মিলা ঠাকুর। কদিন আগে, করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ ছেলে সইফ আলি খানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন একদা বলিউডের খ্যাতনামা এই অভিনেত্রী। এখানেই প্রথম ক্যানসারে আক্রান্ত হওয়ার যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন তিনি।

এই টক শোয়েই কথার ফাঁকে বর্ষীয়ান অভিনেত্রী জানালেন ক্যানসারের কারণে বেশ কিছু সিনেমা তাঁর হাতছাড়া হয়েছিল।

অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর জানান, ‘রকি অউর রানি’ সিনেমাতে শাবানা আজমির চরিত্রটার জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয় শর্মিলাকে। তবে সেই সময়ে শারীরিক অসুস্থতার কারণে উনি হ্যাঁ বলতে পারেননি। এরপরই শর্মিলা জানান, ওইসময়ে অতিমারীর চরম পর্যায় চলছিল। তখনও কোভিডের ভ্যাকসিন না আসায় ক্যানসার আক্রান্ত হিসেবে ঝুঁকি নেওয়ার অপশন ছিল না তাঁর কাছে। তাই আলিয়ার ঠাকুমার ভূমিকায় অভিনয় করা সম্ভব হয়নি। তবে এই প্রথমবার প্রকাশ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানালেন শর্মিলা ঠাকুর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Koffee with karan, #Cancer, #Karan Johar, #Actress, #Saif Ali Khan, #Sharmila Tagore

আরো দেখুন