← রাজ্য বিভাগে ফিরে যান
সপ্তাহান্তে কেমন থাকবে ঠান্ডা? কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি থাকবে। রাতে তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে, চলতি বছরের শেষে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের কিছু জেলায় তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা বাড়ছে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সিকিমে বৃষ্টি ও তুষারপাত হবে তার প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় পড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে পারদ নামবে। ২০২৩-এ আর জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই রাজ্যে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।