কোথায় করবেন বর্ষশেষের পিকনিক?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কলকাতার আশেপাশেই রয়েছে অজস্ৰ পিকনিক স্পট। কোথায় সারবেন বর্ষশেষের পিকনিক?
গাদিয়ারা: কলকাতা থেকে মাত্র ৮৬ কিলোমিটার দূরে গাদিয়ারাতে। তিন নদীর সঙ্গলস্থল, নৌকা বিহার সব মিলিয়ে বছর শেষে গাদিয়ারা ভ্রমণ স্মরণীয় হয়ে থাকতে পারে।
টাকি: বছরের শেষে ইছামতীর বুকে সময় কাটাতে মন্দ লাগবে না। ভারত-বাংলাদেশ সীমান্ত অবধি গেলে নৈসর্গিক আনন্দ অনুভব করা যাবে। কলকাতা থেকে মাত্র ৬৭ কিলোমিটার দূরে এখানে পিকনিক সারতে পারেন।
সবুজদ্বীপ: কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে হুগলী নদীর ওপর ছোট্ট এই দ্বীপে এক বেলা কাটিয়ে আসতে পারেন। সুখাদিয়া গ্রাম থেকে মোটর চালিত নৌকায় পৌঁছন যাবে সবুজ দ্বীপে।
বকখালি: কলকাতা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত নিরালা সমুদ্র সৈকত। সমুদ্রের হাতছানি, নিরিবিলি ও নিখাদ আনন্দ এখানে আপনার সঙ্গী। সময় করে হেনরি আইল্যান্ড থেকে ঘুরে আসতে পারেন।
পিয়ালী দ্বীপ: কলকাতা থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে পিয়ালী নদীর মাঝে ছোট্ট এই দ্বীপ, নদীর পাড় থেকে দ্বীপে যাওয়ার জন্যে একটি মাত্র ব্রিজ রয়েছে। যারা বনের মধ্যে চড়ুইভাতি উপভোগ করতে চান, তাদের জন্যে উপযুক্ত ঠিকানা।