পৌষের অকাল উষ্ণতায় বর্ষবরণ! ঠান্ডা কি আদৌ পড়বে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। অন্যদিকে পূবালী হওয়ার প্রভাব। ফলে বর্ষবরণে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। ১ লা জানুয়ারিতে গরমই অনুভব করবে রাজ্যবাসী। বড়দিনের মতো শীতের শিরশিরানি ছাড়াই কাটবে বর্ষবরণ। বাতাসে হালকা আর্দ্রতা আছে এবং ভোরে হালকা কুয়াশা থাকবে। ৩১ শে ডিসেম্বরের থেকে ১ জানুয়ারি রাতের তাপমাত্রা খুব সামান্য কমতে পারে। এইরকম আবহাওয়া চলবে আগামী ৭ দিন।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা নেই। আজ শনিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে । ভোরেদিক হালকা কুয়াশার ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে ৷
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পং ছাড়া বাকি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী ৩১ থেকে ২ তারিখ পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগেই পূর্বাভাস ছিল বছরের শেষ কয়েকদিন উষ্ণতায় কাটবে ৷ নতুন বছরের প্রথম সপ্তাহেও শীতের দ্বিতীয় ইনিংস শুরু হবে না। সেই পূর্বাভাস মিলে গিয়েছে বললে ভুল বলা হবে না। আপাতত আবহাওয়া যেমন চলছে তেমনই চলবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷