২০২৩-এ Google-এ সব চেয়ে বেশি কোন প্রশ্ন করেছিল ভারতীয়রা?
December 30, 2023 | 2min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৩ সালের বিদায় লগ্নে গুগলে একাধিক বিষয়ে সর্বাধিক সার্চ করেছিল ভারতীয়রা। চলতি বছরের সেই সার্চের বিষয়গুলি প্রকাশ করেছে Google। ‘ইয়ার ইন সার্চ ২০২৩’-এ দেখা যাচ্ছে খবর, বিনোদন, মেমস, ভ্রমণ, রেসিপি এবং আরও অনেক বিষয়ে একই প্রশ্নের উত্তর একাধিকবার অনুসন্ধানের দিকে ঝুঁকেছিল ভারতীয়রা।
দেখে নিন ২০২৩-এ গুগলে সার্চ করা ভারতীয়দের সর্বাধিক ১০ প্রশ্ন
১) G20 কি?
২) UCC কেয়া হ্যায় (ইউসিসি কি)
৩) চ্যাট জিপিটি কি
৪) হামাস কেয়া হ্যায় (হামাস কি)
৫) ২৮ সেপ্টেম্বর ২০২৩ কো কেয়া হ্যায় (২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে কী আছে)