দেশ বিভাগে ফিরে যান

ফিরে দেখা ২০২৩: এক নজরে দেশের গুরুত্বপূর্ণ ঘটনা

December 31, 2023 | 4 min read

জানুয়ারি:

২ জানুয়ারি: পুরনো ৫০০ ও এক হাজার টাকার নোট বাতিল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে বহাল রাখল সুপ্রিম কোর্ট।

৮ জানুয়ারি: ৮৮ বছর বয়সে প্রয়াত হন বাংলা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।

দিল্লির যন্তর মন্তরে ধর্নায় পদকজয়ী কুস্তিগীররা

১৮ জানুয়ারি: কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি বৃজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেন দেশের হয়ে পদকজয়ী কুস্তিগীররা।

ফেব্রুয়ারি:

মণীশ সিশোদিয়া

২৬ ফেব্রুয়ারি: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়া গ্রেপ্তার।

মার্চ:

তিন রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ

২ মার্চ: তিন রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ। ত্রিপুরা ও নাগাল্যান্ডে ক্ষমতায় বিজেপি। মেঘালয় ত্রিশঙ্কু।

১৮ মার্চ: গ্যাংস্টার, বিচ্ছিন্নতাবাদী অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে অভিযান শুরু পাঞ্জাব পুলিশের। গ্রেপ্তার শতাধিক।

৩১ মার্চ: ইন্দোরের এক মন্দিরে স্টেপওয়েল ভেঙে ৩৬ জনের মৃত্যু।

এপ্রিল:

চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা ভারতের।

১ এপ্রিল: নয়া আয়কর আইন কার্যকর হল।

সিকিমের নাথুলায় ভয়াবহ তুষারধস

৪ এপ্রিল: সিকিমের নাথুলায় ভয়াবহ তুষারধসে মৃত্যু সাত জনের।

১৫ এপ্রিল: প্রয়াগরাজের হাসপাতালে সাংবাদিকের ছদ্মবেশে দুষ্কৃতীর গুলি। পুলিশ হেপাজতে থাকা গ্যাংস্টার আতিক আহমেদ ও আশরফের মৃত্যু।

২০ এপ্রিল: পুঞ্চে জঙ্গি হামলায় নিহত ভারতীয় সেনার ৫ জওয়ান।

২৫ এপ্রিল: ৯৫ বছর বয়সে প্রয়াত পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল।

২৬ এপ্রিল: ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় ১০ পুলিশকর্মী ও এক চালকের মৃত্যু।

মে:

৩ মে: মণিপুরে গোষ্ঠী সংঘর্ষ শুরু।

১৩ মে: কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস।

১৯ মে: ২ হাজার টাকার নোট প্রত্যাহারের ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের।

নয়া সংসদ ভবন

২৮ মে: নয়া সংসদ ভবনের উদ্বোধন।

৩০ মে: জম্মু ও কাশ্মীরে সেতু থেকে বাস পড়ে মৃত্যু ১০ জন বৈষ্ণোদেবী তীর্থযাত্রীর।

জুন:

ওড়িশার বাহানাগায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শিকার করমণ্ডল ও যশোবন্তপুর এক্সপ্রেস

২ জুন: ওড়িশার বাহানাগায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শিকার করমণ্ডল ও যশোবন্তপুর এক্সপ্রেস। ২৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু।

জুলাই:

১ জুলাই: মহারাষ্ট্রের সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে বাসে আগুন লেগে যাওয়ার কারণে ২৬ যাত্রীর মৃত্যু হয়।

৭ জুলাই: বাহানাগা ট্রেন দুর্ঘটনায় গাফিলতির অভিযোগে রেলের দুই ইঞ্জিনিয়ার ও এক টেকনিশিয়ান গ্রেপ্তার সিবিআইয়ের হাতে।

১২ জুলাই: ভারী বৃষ্টি ও হড়পা বানে হিমাচল প্রদেশ ও পাঞ্জাবে অন্তত ৪১ জনের মৃত্যু।

২৬টি বিরোধী দলের বৈঠকে ‘ইন্ডিয়া’ জোটের আত্মপ্রকাশ

১৮ জুলাই: ২৬টি বিরোধী দলের বৈঠকে ‘ইন্ডিয়া’ জোটের আত্মপ্রকাশ।
কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি’র প্রয়াণ।

২০ জুলাই: মণিপুর হিংসা কাণ্ডে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড়।

৩১ জুলাই: হরিয়ানার নুহতে ছড়াল ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষ।

আগস্ট:

৭ আগস্ট: মানহানি মামলায় রেহাই পেয়ে সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী।

১১ আগস্ট: ‘ইন্ডিয়া’ জোটের আনা অনাস্থা প্রস্তাবে জয়ী মোদী সরকার।

সফলভাবে অবতরণ চন্দ্রযান-৩-এর

২৩ আগস্ট: সফলভাবে অবতরণ চন্দ্রযান-৩-এর। প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছল।

সেপ্টেম্বর:

সৌরযান আদিত্য-এল১

২ সেপ্টেম্বর: ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল১-র উৎক্ষেপণ।

জি-২০ শীর্ষ সম্মেলন

৯ সেপ্টেম্বর: নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন।

২৮ সেপ্টেম্বর: মহিলা সংরক্ষণ বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরে আইনে পরিণত হল।
বিশিষ্ট কৃষিবিজ্ঞানী তথা সবুজ বিপ্লবের প্রধান স্থপতি এম এস স্বামীনাথনের প্রয়াণ।

অক্টোবর:

৪ অক্টোবর: সিকিমে হড়পা বানে বহু মানুষ হতাহত।

সুপ্রিম কোর্ট

১৭ অক্টোবর: সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে।

২৯ অক্টোবর: অন্ধ্রপ্রদেশের বিজয়নগরে দু’টি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু।

নভেম্বর:

১৫ নভেম্বর: জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ৩০০ ফুট গভীর খাদে বাস পড়ে অন্তত ৩৯ জনের মৃত্যু।

২৯ নভেম্বর: উত্তরাখণ্ডের নির্মীয়মাণ সুড়ঙ্গ থেকে ৪১ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার

২৯ নভেম্বর: উত্তরাখণ্ডের নির্মীয়মাণ সুড়ঙ্গ থেকে ৪১ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার।

ডিসেম্বর:

৪ ডিসেম্বর: মিজোরামে বিধানসভা ভোটে বিজেপি ও এমএনএফকে হারিয়ে জয়ী জেডপিএম।

১১ ডিসেম্বর: ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট।

সংসদের নিরাপত্তা ইস্যুতে প্রতিবাদের জেরে সাসপেন্ড হলেন ১৪৬ জন বিরোধী সাংসদ

১৯ ডিসেম্বর: সংসদের নিরাপত্তা ইস্যুতে প্রতিবাদের জেরে সাসপেন্ড হলেন ১৪৬ জন বিরোধী সাংসদ।

২১ ডিসেম্বর: পুঞ্চে জঙ্গি হামলায় নিহত ভারতীয় সেনার পাঁচ জওয়ান।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #2023 major events

আরো দেখুন