মার্চে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা? এবারেও কি আট দফায় ভোট?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নয়া বছরের মার্চেই ঘোষিত হবে ভোটের নির্ঘণ্ট? শোনা যাচ্ছে, মার্চের প্রথম সপ্তাহে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, এপ্রিল মাসজুড়ে ভোট পর্ব চলবে। গণনা হবে মে মাসে। সূত্রের খবর, ২০১৯ সালের মতোই এবারেও বাংলায় আট দফায় ভোট করাতে আগ্রহী নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও বাড়ানো হতে পারে বলে খবর।
জানুয়ারি মাসে বাংলায় কমিশনের ফুল বেঞ্চ আসতে পারে বলেও খবর মিলছে। ইতিমধ্যেই জোরকদমে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অন্য আধিকারিকদের নিয়ে জেলাওয়াড়ি বৈঠক শুরু হয়ে গিয়েছে। রাজ্যে কত সংখ্যক ভোট কর্মী রয়েছে, সে তথ্যও জানতে চেয়েছে কমিশন। কমিশন তরফে জানা যাচ্ছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন বাছাই সংক্রান্ত প্রথম পর্বের প্রশিক্ষণ শেষ হয়ে গিয়েছে। বাংলায় জানুয়ারিতে নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ আসার কথা। ২২ জানুয়ারির আগে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসতে পারেন বাংলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস।