← পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

কল্পতরু উৎসবে বেলুড়, দক্ষিণেশ্বর, কাশিপুর, জয়রামবাটি, কামারপুকুর নামল ভক্তদের ঢল

জয়রামপুর, বাঁকুড়া

কামারপুকুর

কামারপুকুর উদ্যানবাটি

ভক্ত সমাগম কামারপুকুর উদ্যানবাটিতে

দক্ষিণেশ্বর
কল্পতরু উৎসবে বেলুড়, দক্ষিণেশ্বর, কাশিপুর, জয়রামবাটি, কামারপুকুর নামল ভক্তদের ঢল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, নয়া বছরের প্রথম দিনে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। সোমবার সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে জয়রামবাটি, বেলুড় মঠ, কামারপুকুর, দক্ষিণশ্বরে।
প্রত্যেক বছর এই দিনটিতে ভক্ত সমাগম হয় রামকৃষ্ণ স্মৃতিবিজড়িত স্থানগুলোতে। ভক্তরা পুজো দেন, ভোগ প্রসাদ খান।

শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামারপুকুর এবং তাঁর সহধর্মিণী শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটির মাতৃ মন্দিরে আজ সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে। বিশেষ মঙ্গলারতি, পুজো পাঠ-সহ নানান অনুষ্ঠান চলছে।

ঠাকুর এদিন কল্পতরু হয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে, সেখানেও ভক্তদের ভিড় চোখে পড়ার মতো।


সকাল থেকে ভিড় দক্ষিণেশ্বরে। পুণ্যার্থীরা লাইন দিয়ে পুজো দিচ্ছেন।

বেলুড় মঠেও ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা।