বিনোদন বিভাগে ফিরে যান

২০২৪: নজর থাকবে কোন বলিউড ফিল্মগুলোর দিকে?

January 2, 2024 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ২০২৩শে পাঠান, জওয়ান, অ্যানিম্যাল-কে কেন্দ্র করে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বলিউড। দক্ষিণী ছবির দাপটে অনেকটাই ফিকে হয়ে পড়েছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। নয়া বছরে আসছে একাধিক ছবি, নজর থাকবে কোনগুলোর দিকে?

মেরি ক্রিসমাস:

এ ছবির মধ্যে দিয়ে পরিচালনায় কামব্যাক করছেন শ্রীরাম রাঘবন। ক্যাটরিনা কইফ ও বিজয় সেথুপতি অভিনয় করেছেন ছবিতে। ছবি মুক্তি পাচ্ছে ১২ জানুয়ারি।

ম্যাঁয় অটল হুঁ:

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জীবন কাহিনি নিয়ে ছবি, নাম ভূমিকায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। রবি যাদব পরিচালিত এই ছবি মুক্তি পাবে ১৯ জানুয়ারি।

ফাইটার:

এ ছবির ট্রেলার, গান ইতিমধ্যেই হিট। ভারতীয় বায়ুসেনার বিমানচালকদের নিয়ে তৈরি এ ছবিতে পর্দায় দেখা যাবে ঋত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোনকে। ‘পাঠান’ খ্যাত সিদ্ধার্থ আনন্দের পরিচালিত ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ২৫ তারিখ।

সিংহম এগেইন:

করিনা কাপুর, অজয় দেবগন, রণবীর সিংহ, টাইগার শ্রফ কে নেই এই ছবিতে। রোহিত শেট্টির কপ ইউনিভার্সে আসন্ন ছবিতে উর্দিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

ভুলভুলাইয়া ৩:

‘ভুলভুলাইয়া’ ও ‘ভুলভুলাইয়া ২’-র পর আসছে ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি ভুলভুলাইয়া ৩। দীপাবলির সময় এ ছবি দেখা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Movies, #Bollywood, #films, #2024, #Entertainment, #Cinema

আরো দেখুন