বছরের শুরুতেই ফের উত্তাল মণিপুর, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নতুন বছরের প্রথমেই আবারও উত্তপ্ত হয়ে উঠল মণিপুর, বিগত বছরের মে-তে প্রথম উত্তাল হয়েছিল উত্তর-পূর্বের এই রাজ্য, আদ্যবধি সে রক্ত ক্ষরণ চলছে। খবর মিলেছে, থৌবাল জেলার লিলং এলাকায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে অন্তত চারজনের। জানা যাচ্ছে, আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। থৌবাল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুরে নতুন করে কার্ফু জারি করা হয়েছে। ৩১ জানুয়ারি মণিপুরের অধিকাংশ এলাকাতেই কার্ফু শিথিল করা হয়েছিল। কিন্তু নববর্ষের প্রথম দিনেই ফের কড়াকড়ি ফিরল উত্তর-পূর্বের রাজ্যে।
সোমবার রাতে হঠাৎ করেই দুষ্কৃতীরা হামলা চালায়। হামলার পরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় মণিপুর পুলিশ, তবে কারা গুলি চালিয়েছে, তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, দিন দুয়েক আগে মোরেতে পুলিশের কনভয়ে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। সে’রাতেই পুলিশের এক ঘাঁটিতে আরপিজি নিয়ে হামলা চালানোর অভিযোগ সামনে আসে। ঘটনায় চার পুলিশ কমান্ডো আহত হয়েছিলেন।