রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গে জারি আবহাওয়ার মুড সুইং, শীতের সাথে বৃষ্টির ভ্রুকুটি, জাঁকিয়ে ঠান্ডা কবে?

January 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এখনই জাঁকিয়ে শীত পড়বে না বঙ্গে। খানিকটা শীতের রেশ থাকবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জাঁকিয়ে শীত পড়তে আরও সপ্তাহ খানেক অপেক্ষা করতে হবে। এরপর হাড়কাঁপানো ঠান্ডা মালুম করতে পারবে দক্ষিণবঙ্গবাসী। 

বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এরফলে পূবালী বাতাসের ওপর ভর করে জলীয় বাষ্প পূর্ণ বাতাস ঢুকছে বাংলার স্থলভাগের উপর। এর ফলে মেঘলা আবহাওয়া রয়েছে। যে কারণে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। ১৫ ডিগ্রি ও তার আশেপাশে থাকছে তাপমাত্রা। আগামী ৪ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী ৫ ও ৬ তারিখ পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাসহ আশেপাশের এলাকায় আগামী শুক্রবারের পর থেকে তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে। 

তবে আগামী ১০ তারিখের পর থেকে ফের দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা। ফলে সেসময় বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। শুক্রবার থেকে রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ ও ৬ জানুয়ারি এই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি বলে জানা গিয়েছে। 

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ১৪ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৩ ডিগ্রি সেলসিয়াস। জেলার দিকে তাপমাত্রা খানিকটা কম থাকবে। 

 অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আগামী ৫ দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-কালিম্পং সহ সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সান্দাকফু সহ দার্জিলিংয়ের পার্বত্য় এলাকায় আগামী ২৪ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।   

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #Rain weather update, #West Bengal, #Kolkata, #Weather forecast, #Rain

আরো দেখুন