দেশ বিভাগে ফিরে যান

চব্বিশের আখড়ায় মোদী বনাম সাক্ষী? বারাণসীর বিরোধী প্রার্থী নিয়ে তুঙ্গে জল্পনা

January 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটে বারাণসীতে মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী হচ্ছেন কুস্তিগির সাক্ষী মালিক?
তুঙ্গে জল্পনা। ভারতীয় কুস্তি ফেডারেশনের নয়া কমিটিতে বিজেপি সাংসদ বৃজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং সভাপতি নির্বাচিত হওয়ার দিনেই কুস্তি থেকে সন্ন্যাস নেন সাক্ষী। তারপরই ইন্ডিয়া জোট সাক্ষীকে মোদী বিরুদ্ধে বারাণসী থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। শোনা যাচ্ছে, তিনি একপ্রকার রাজি হয়েছেন জোটের প্রতিবাদে। সম্ভবত সমাজবাদী পার্টির টিকিটে দাঁড়াচ্ছেন কুস্তিগির।

রাজনৈতিক মহলের মতে, সাক্ষী মোদীর বিরুদ্ধে প্রার্থী হলে; মহিলা কুস্তিগিরদের উপর গেরুয়া সাংসদের যৌন নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে ফের একবার দেশে আলোড়ন সৃষ্টি হতে পারে। যা চব্বিশের নির্বাচন বিজেপির বিরোধী প্রচারকে আরও জোরদার করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #Modi, #Narendra Modi, #varanasi, #sakshi malik

আরো দেখুন