প্রযুক্তি বিভাগে ফিরে যান

Whatsapp-র জন্যেও গুনতে হবে টাকা? চালু হচ্ছে নয়া নিয়ম

January 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন বছরে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। বিশ্বজুড়ে মেটার মালিকানাধীন সবথেকে বেশি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপের জন্য এতদিন বিনামূল্যেই আনলিমিটেড স্টোরেজ পরিষেবা পাওয়া যাচ্ছিল। নয়া বছরে সেটাও বন্ধ হয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। এবার থেকে এইে সেই সুবিধা পেতে গেলে গুনতে হবে টাকা। চলতি বছরেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এই নয়া নিয়ম চালু হচ্ছে।

ওয়াকিবহাল মহলের মতে, প্রতি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ১৫ জিবি ফ্রি স্টোরেজ দিয়ে থাকে গুগল। যার মধ্যে থাকে জমা থাকে ছবি, ভিডিও, টেক্সট। এবার এই তালিকায় যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ। এতদিন ওই ১৫ জিবি স্টোরেজ ব্যবহার না করেই ব্যাকআপ করা যেত হোয়াটসঅ্যাপে চ্যাট। তবে এই বছর থেকে তা বদলে যেতে চলেছে। ফলে বিপাকে পড়তে চলেছেন হোয়াটসঅ্যাপের বিটা ব্যবহারকারীরা।
গুগল ড্রাইভের স্টোরেজ শেষ হয়ে গেলে গুগল ওয়ান সাবস্ক্রিপশনের মাধ্যমে আলাদা করে স্টোরেজ ভাড়া নিতে হবে ব্যবহারকারীদের। আর তার খরচ রয়েছে বছরে ৬৫০০টাকা।

কীভাবে ফ্রিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা স্টোরেজ বাঁচাবেন?

হোয়াটসঅ্যাপের উপরে থ্রি লাইন ডটে ক্লিক করে সেটিংস অপশনে যান।
তারপর ‘Storage and data’ অপশনে ট্যাপ করুন।
এবার প্রথমেই ‘ Manage Storage’ অপশনে ক্লিক করুন।
এখানে দেখতে পাবেন কোন ফাইল, কোন চ্যাটের পিছনে সবথেকে বেশি স্টোরেজ খরচ হয়েছে। অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলতে পারেন।
এ জন্য এবার যে কোনও একটি চ্যাটে ক্লিক করুন।
তারপর কোন কোন ছবি এবং ভিডিয়ো ডিলিট করতে চান সিলেক্ট করে নিন।
সেখানেই ডিলিট অপশনে ট্যাপ করে মুছে ফেলতে পারেন।
এছাড়াও এক্সটার্নাল কার্ডের মাধ্যমে সেই ডেটা ট্রান্সফারও করে নিতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Whatsapp, #Android, #Chat Backup, #Google Drive, #free storage

আরো দেখুন