বিনোদন বিভাগে ফিরে যান

শাহরুখের পরবর্তী অ্যাকশন ছবি করণের সাথে?

January 6, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুপারস্টার শাহরুখ খান ও পরিচালক করণ জোহরের বন্ধুত্বর কথা সকলেই জানেন । সিনেমাপ্রেমীরা আবার এই জুটির কাজ পর্দায় দেখতে মুখিয়ে থাকেন । এই জুটির ছবিগুলো হল-‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’। প্রত্যেক সিনেমাই ক্লাসিক এবং ব্লকবাস্টার। শাহরুখ খানের সঙ্গে করণ জোহর দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-তে অভিনয়ও করেছেন।

সূত্রের খবর, ১৩ বছর পর ফের জুটি বাঁধতে চলেছেন শাহরুখ-করণ। শোনা যাচ্ছে করণ জোহরের এই ছবিটি অ্যাকশনে ভরপুর হতে চলেছে।

করণ জোহর মূলত পারিবারিক ও রোমান্টিক সিনেমা তৈরি করেন। এই প্রথম তিনি অ্যাকশন সিনেমা বানাতে চলেছেন। সুপারস্টার শাহরুখ খান গত বছর দুটি অলটাইম ব্লকবাস্টার ছবি উপহার দেন – Pathaan ও Jawan। ছবি দুটিই অ্যাকশন সিনেমা। অন্যদিকে করণ জোহরের Rocky Aur Rani Kii Prem Kahaani সুপারহিট হয় বক্স অফিসে গত বছর। সিনেমাপ্রেমীরা অপেক্ষা করছে দুই সুপারস্টার জুটির সিনেমা কবে পর্দায় আসবে!

TwitterFacebookWhatsAppEmailShare

#SRK, #movie, #Action movie, #Action Thriller, #Karan Johar, #Shahrukh Khan

আরো দেখুন