কলকাতা বিভাগে ফিরে যান

মমতার প্রস্তাবিত ‘রাজ্য সঙ্গীত’-এ DYFI এর ব্রিগেড সমাবেশের উদ্বোধন

January 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: DYFI-এর ব্রিগেড সমাবেশের উদ্বোধনী সঙ্গীত হিসেবে গাওয়া হল বাংলার ‘রাজ্য সঙ্গীত’; রবীন্দ্রনাথের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি। ব্রিগেডের মূল মঞ্চে সমাবেশ শুরুর আগে চাকদহের একটি সাংস্কৃতিক গোষ্ঠী ওই গানটি গায়।

৩০ ডিসেম্বর রাজ্যের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, রাজ্যের যেকোনও সরকারি অনুষ্ঠানের শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত। DYFI-এর ব্রিগেড সমাবেশে কার্যত সেই নির্দেশই যেন পালিত হল। রবি ঠাকুরের গানেই শুরু হল ব্রিগেডের মেগা সমাবেশ। তবে এ জিনিস শুনে খোদ সিপিআইএমের কর্মী-সমর্থকরাও কিছুটাই অবাক হয়েছেন। তবে DYFI নেতৃত্বের দাবি, সবটাই পরিকল্পিত ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#DYFI, #brigade, #Cpim

আরো দেখুন