Snow leopard-র কৃত্রিম ব্রিডিংয়ে শীর্ষে দার্জিলিং জুলজিক্যাল পার্ক
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ৩০ বছর ধরে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে সাফল্যের সঙ্গে ৭৭টি তুষার চিতার জন্ম হয়েছে। চিতাগুলোর জন্ম হয়েছে ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র দার্জিলিং চিড়িয়াখানাতেই সাফল্যের সঙ্গে এতগুলো তুষার চিতার জন্ম হয়েছে। গত বছরই ছ’টি তুষার চিতার জন্ম হয়েছে। সবক’টিই বেঁচে গিয়েছে ও সুস্থ রয়েছে। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুস অ্যান্ড অ্যাকোয়ারিয়াম দার্জিলিং চিড়িয়াখানার এহেন সাফল্যে প্রশংসা করেছে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের বিপন্ন তালিকাভুক্ত প্রাণীদের তালিকায় রয়েছে স্নো লেপার্ড বা তুষার চিতা। জানা যায়, বিশ্বে এখন ৪০০০-৭৫০০টি স্নো লেপার্ড রয়েছে। গ্লোবাল ক্যাপটিভ ব্রিডিং প্রোগামের অধীনে ১৯৮৩ সালে দার্জিলিং চিড়িয়াখানায় তুষার চিতার কৃত্রিম প্রজনন আরম্ভ হয়। ২০০৭ সালে দার্জিলিং চিড়িয়াখানাকে তুষার চিতার প্রজননের সমন্বয়কারী চিড়িয়াখানা হিসেবে ঘোষণা করে সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়া। দার্জিলিং চিড়িয়াখানাতেই গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম নেওয়া তুষার চিতা রয়েছে। পাশাপাশি দার্জিলিংয়ের তোপকেদাড়া ব্রিডিং সেন্টারে আরেক বিপন্ন প্রাণী রেড পান্ডারও সফল প্রজনন সম্পন্ন হচ্ছে।