রাজ্য বিভাগে ফিরে যান

চালু হচ্ছে ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার, স্বাস্থ্যসাথীর চেয়েও কমে পরিষেবা?

January 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শহরে চালু হচ্ছে ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার। ‘স্বাস্থ্যসাথী’র চেয়েও কমে মিলবে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ। পুর-স্বাস্থ্যকর্তাদের মতে, স্বাস্থ্যসাথীতে পরীক্ষাগুলির জন্য যে রেট বেঁধে দেওয়া আছে, তার চেয়েও ৬২% কম খরচে সেন্টার থেকে পরিষেবা মিলবে।

আগামী বুধবার কলকাতা পুরসভার ৭৭ নম্বর ওয়ার্ডের মনসাতলা লেনে ডায়াগনস্টিক সেন্টারটির উদ্বোধন হবে। পুরসভার আওতাধীন প্রথম ডায়াগনস্টিক সেন্টার এটি। তবে কলকাতা পুরসভার আওতাধীন হলেও পরিচালনার দায়িত্বে থাকছে বেসরকারি সংস্থা। পুরসভা পিপিপি মডেলে সেন্টারটি চালু করছে।

পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, ডিজিটাল এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি করানো যাবে এখানে। আগামীতে ইকো-কার্ডিওগ্রামের সুবিধা মিলবে। একটি বেসরকারি বহুজাতিক ব্যাঙ্ক কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডের মাধ্যমে প্রায় ৭ কোটি টাকারও বেশি মূল্যের পরীক্ষার যন্ত্রপাতি দিয়ে সাহায্য করছে। ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনা করতে টেন্ডার ডাকা হয়েছিল। তাতে স্বাস্থ্যসাথীর থেকেও কম রেট পাওয়া গিয়েছে। ফলে আম জনতার উপকার হবে বলেই মত পুরকর্তাদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Diagnostic centre, #Health

আরো দেখুন