‘অসংসদীয় শব্দ’ ব্যবহারের দায়ে সাসপেন্ড হওয়া অধীরকে ‘সংসদ মহারত্ন’ পুরস্কার?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘সংসদ মহা-রত্ন’ পুরস্কার পাচ্ছেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী, ১৭তম লোকসভার নিরিখে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এতেই উঠছে প্রশ্ন। এক বছর আগেই রাষ্ট্রপতি প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছিলেন অধীর। বিগত বাদল বাদল অধিবেশনেও ‘অসংসদীয় শব্দ’ ব্যবহার করার জন্য সাসপেন্ড হয়েছিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সদ্য শেষ হওয়া শীতকালীন অধিবেশনেও সাসপেন্ড করা হয়েছিল অধীরকে। যাঁর বিরুদ্ধে বারবার অসংসদীয় শব্দ ব্যবহার অভিযোগ ওঠে, এমনকি যে দেশের সাংবিধানিক প্রধানকেও কটাক্ষ করে বসেন, তাঁকে এহেন পুরস্কার দেওয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে উঠছে প্রশ্ন।
চেন্নাইয়ের এক বেসরকারি সংস্থা এই পুরস্কার প্রদান করে। আগামী ১৭ ফেব্রুয়ারি দিল্লিতে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ‘সংসদ রত্ন’ পুরস্কার পাচ্ছেন পাঁচজন সাংসদ। চারজন সাংসদ পাচ্ছেন ‘সংসদ মহারত্ন’ পুরস্কার। তিনজন সাংসদ পাচ্ছেন ‘সংসদ উৎকৃষ্ট মহা-রত্ন’ পুরস্কার। এছাড়াও সংসদ মহা-রত্ন পুরস্কার দেওয়া হচ্ছে তিনটি সংসদীয় কমিটিকে। সেগুলি হল কৃষি সংক্রান্ত, অর্থ সংক্রান্ত এবং পরিবহণ ও পর্যটন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।