খেলা বিভাগে ফিরে যান

ক্লেইটনের জোড়া গোল, জয় দিয়ে সুপার কাপ শুরু ইস্টবেঙ্গলের

January 9, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে সুপার কাপ অভিযান শুরু করল লাল-হলুদ শিবির। মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হায়দ্রাবাদ এফসিকে ৩-২ গোলে হারাল ইস্টবেঙ্গল। জোড়া গোল করলেন লাল-হলুদ অধিনায়ক ক্লেইটন সিলভা।

ম্যাচের ৩৩ মিনিটের মাথায় অধিনায়ক ক্লেইটনের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। রাকিপের ক্রসে ডান পায়ের টোকায় বল জালে জড়িয়ে দেন ক্লেইটন। বিরতির প্রাক্কালে সমতা ফেরান রামলুনচুঙ্গা।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৩ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন অধিনায়ক ক্লেইটন। ৭৭ মিনিটের মাথায় লাল-হলুদ বক্সে চুঙ্গামারকে ফাউল করায় পেনাল্টি পায় হায়দ্রাবাদ। বল জালে জড়িয়ে দেন নিম দোরজে।

এক মিনিটের মাথায় ফের এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বোরহা হেরেরার কর্নার থেকে হেডে গোল করেন সউল ক্রেসপো। সুপার কাপের প্রথম ম্যাচে জয় পেতেই কার্যত ফুটছেন লাল-হলুদ সমর্থকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cleiton Silva, #East Bengal vs Hyderabad FC, #Kalinga Super Cup 2024, #East Bengal

আরো দেখুন