উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বহু ইতিহাসের সাক্ষী মালবাজার স্টেশন রেলমন্ত্রকের অবহেলায় আজ জরাজীর্ণ

January 9, 2024 | < 1 min read

মালবাজার স্টেশন

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ১৮৯৪ সালে প্রথম রেলপথ চালু হয় ডুয়ার্সে। সেসময় বেঙ্গল ডুয়ার্স রেলওয়ের সদর দপ্তর ছিল মালবাজারে। অবিভক্ত ভারতবর্ষের পূর্ব অংশের সঙ্গে রেল যোগাযোগ রক্ষার একমাত্র উপায় ছিল মালবাজার শহর থেকে দোমোহনি চ্যাংরাবান্ধা হয়ে বর্তমানে বাংলাদেশের পার্বতীপুরের মিটারগেজ লাইন। অনেক ইতিহাসের সাক্ষী বহন করছে এই রেল স্টেশন। অতীতের মিটারগেজ লাইন স্বাধীনতা ও দেশভাগের অনেক বছর পর ব্রডগেজ হয়েছে।

অথচ এই ঐতিহ্যবাহী স্টেশনকে আজ গুরুত্বহীন করে রাখা হয়েছে বলে অভিযোগ মালবাজারবাসীর। স্টেশনে যাত্রী ওঠানামা করলেও প্ল্যাটফর্মে নেই শেড, রোদ বৃষ্টিতে খোলা আকাশের নীচে দাঁড়াতে হয়। স্টেশনের প্রবেশপথ ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে কয়েক দশক ধরে। যানবাহন পার্কিংয়ের নির্দিষ্ট কোনও জায়গা নেই। সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যায় স্টেশনের প্ল্যাটফর্ম।

স্থানীয়রা বলছেন, কেন্দ্রীয় সরকার চাইলে স্টেশন঩কে হেরিটেজ স্টেশন ঘোষণা করে রক্ষণাবেক্ষণে জোর দিতে পারে। তাদের দাবি, রেলমন্ত্রক নতুন ট্রেন চালুর সঙ্গে রেলের ইতিহাস সংরক্ষণ করুক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ministry of Railways, #Malbazar Station, #West Bengal

আরো দেখুন