বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বাদশা ‘বুম্বাদা’র মোট সম্পত্তি কত? জানলে চমকে যাবেন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বাদশা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দর্শকদের কাছে তিনি ‘বুম্বা দা’ নামেই পরিচিত। দশকের পর দশক ধরে এই টলিউডে রাজত্ব করছেন এই বুমিং স্টার। বহু জনপ্রিয় সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি বাংলা ছবি ছাড়াও, বহু হিন্দি ছবিতেও নায়কের চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি একটি হিন্দি ওয়েব সিরিজেও মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
১৯৬২ সালে ৩০ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন প্রসেনজিৎ। মাত্র ২১ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। তাঁর প্রথম ছবির নাম ছিল ‘দুটি পাতা’। ১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। তবে তাঁর জীবনের প্রথম সফল ছবি ‘অমর সঙ্গী’। ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি।
বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নতুন প্রজন্মের দর্শকদের মনজয় করতে সফল হয়েছেন। তাই তাঁকে বলা হয় টলিপাড়ার স্টারকিড। তবে বাংলার এই জনপ্রিয় অভিনেতার মোট সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। অনেক বলি স্টারদের তুলনায় তাঁর সম্পত্তির পরিমাণ অনেক বেশি।
জানা গিয়েছে, প্রসেনজিৎ-এর মোট সম্পত্তির পরিমাণ ২৪৯ কোটি টাকা। ছবি পিছু মোটা টাকা পারিশ্রমিক নেন তিনি। যদিও এর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।
তবে গুগলে সার্চ করলে একটি ওয়েব সাইটে তার মোট সম্পত্তির পরিমাণ দেখায় প্রায় ৪০১ কোটি টাকা। অন্য একটি ওয়েব সাইটের তথ্য বলছে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মূদ্রায় যা ২০০ কোটি টাকার বেশি।
এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান থেকেও ডাক পান তিনি। সে সকল জায়গাতেও তাঁকে উপস্থিত হতে দেখা যায়। এছাড়াও ভিন্ন বিজ্ঞাপন, ইভেন্ট থেকে ভালই আয় হয় তাঁর।
সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁর বিলাসবহুল বাড়ি অনেকেই দেখেছেন। মাঝে মধ্যেই নিজের বিলাসবহুল বাড়ির অন্দরমহলের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বুম্বাদা। তিনি জানিয়েছিলেন, এই বাড়ির বেশিরভাগ জিনিস তিনি নিজেই পছন্দ করে কিনেছেন। এমনকি বিদেশ থেকে দামী কিছু জিনিস আনা হয়েছে বাড়ির অন্দর সজ্জার জন্য।