বাসু চ্যাটার্জী পরিচালিত সেরা পাঁচ সিনেমা, দেখুন এক নজরে
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ বাসু চ্যাটার্জীর জন্মদিন। ১৯২৭ সালের ১০ জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই রাজস্থানের আজমের শহরে জন্মগ্রহণ করেন বাসু চট্টোপাধ্যায়। রাজ কাপুর ও ওয়াহিদা রহমান অভিনীত ‘তিসরি কসম’ সিনেমায় তিনি বাসু ভট্টাচার্যর সহকারী হিসেবে প্রথম কাজ করেন। এরপরেই মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি সারা আকাশ (১৯৬৯)। এই ছবিটির জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার পান তিনি।
সাত ও আটের দশকে বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বাসু চ্যাটার্জী। তাঁর পরিচালিত ‘চিতচোর‘, ‘ছোটি সি বাত‘, ‘রজনীগন্ধা‘, ‘শৌকিন‘, ‘উসপার‘, ‘বাতোঁ বাতোঁ মেঁ‘, ‘খাট্টা–মিঠা‘, ‘পিয়া কা ঘর‘, ‘চক্রব্যুহ‘, ‘রুকা হুয়া ফৈসলা‘, ‘জীনা ইয়াহাঁ‘, ‘প্রিয়তমা‘, ‘স্বামী‘, ‘আপনে পরায়ে‘-এর মতো বহু ছবি আজও দর্শক মনে করেছে।
বাসু চ্যাটার্জী পরিচালিত সেরা পাঁচ সিনেমা:
পিয়া কা ঘর (১৯৭২): পুরোদস্তুর পরিবারিক ছবি। ছবিতে ছিলেন অনিল ধাওয়ান, জয়া বচ্চন।
রজনীগন্ধা (১৯৭৪): রোম্যান্টিক ড্রামা ঘরানার ফিল্ম রজনীগন্ধা। দিল্লিনিবাসী এক মেয়ের জীবন কাহিনি নিয়ে ছবি। অভিনয় করেন বিদ্যা সিনহা, অমল পালেকর এবং দীনেশ ঠাকুর।
ছোটি সি বাত (১৯৭৬): রোমান্টিক কমেডি ফিল্ম। অভিনয় করেন অশোক কুমার, বিদ্যা সিনহা, অমল পালেকর।
শওকিন (১৯৮২): সম্পূর্ণ কমেডি-ড্রামা ঘরানার ছবি। ছবিতে ছিলেন আশোক কুমার, এ কে হাঙ্গাল, উৎপল দত্তের মত অভিনেতারা। তিন বন্ধুর গল্প নিয়ে ছবি।
চামেলি কি শাদি (১৯৮৬): রোমান্টিক-কমেডি-ড্রামা ছবিতে রয়েছেন অনিল কাপুর, অমৃতা সিং।