এবার বিশাল ভরদ্বাজের থ্রিলারেও শাহরুখ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৩ সালটি সম্পূর্ণ শাহরুখের বছর বললে ভুল হবে না। আরও একটি খবর শোনা যাচ্ছে। পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে নাকি কাজ করবেন সুপারস্টার শাহরুখ খান।
বিশাল ভরদ্বাজ হলেন ‘ওমকারা’, ‘মকবুল’ বা ‘হায়দার’ খ্যাত পরিচালক। জমজমাট গল্পে পরিপূর্ণ থাকে তাঁর সিনেমায়। পরবর্তী ছবিতেও তাঁর তেমন পরিকল্পনাই রয়েছে।
সূত্রের খবর, বিশাল ভরদ্বাজের গল্প বলার ম্যাজিকের সঙ্গে এবার মিশে যেতে পারে শাহরুখ ম্যাজিকও । ফিল্মি কেরিয়ারে সব ধরনের কাজ থাকুক, এটাই শাহরুখের ইচ্ছা। সেই কারণেই বিশাল ভরদ্বাজের চিত্রনাট্য নিয়ে নাকি অনেকটাই কথাবার্তা এগিয়েছেন বাদশাহ শাহরুখ খান। নতুন ছবির প্লট হিসেবে নাকি থ্রিলারই বেছে নিয়েছেন বিশাল।
করণ জোহরের অ্যাকশন থ্রিলার সিনেমার খবরের পর বিশাল ভরদ্বাজের সঙ্গেও শাহরুখের এই থ্রিলার সিনেমা নিয়ে উৎসুক সিনেমাপ্রেমীরা। এর মাঝেই শোনা গেল আরও এক সুখবর। বলিউড সূত্রে খবর, রাজকুমার হিরানি পরিচালিত, শাহরুখ অভিনীত ছবি ডাঙ্কি অস্কারের মনোনয়নে পাঠানো হয়েছে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য এই সিনেমাটি ভারতের অফিসিয়াল মনোনয়ন নাকি অন্য কোনও বিভাগের মনোনয়নে পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায় নি।