রাজ্য বিভাগে ফিরে যান

সরকারি চাকরিতে কয়েক হাজার শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য

January 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্য মন্ত্রিসভার গত বৈঠকে সিদ্ধান্ত হয় দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে ১ হাজার জনকে নিয়োগ করা হবে। এবার বৃহস্পতিবার পঞ্চায়েত নতুন নিয়োগের প্রস্তাবে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে দুটি স্তরে মোট ৭ হাজার ২১৬ জনকে নিয়োগ করা হবে। শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন।

নবান্ন সূত্রে খবর, রাজ্য পঞ্চায়েত স্তরে কয়েক হাজার শূন্যপদ আছে। সেই শূন্যপদ পূরণের জন্য কয়েকদিন ধরেই উদ্যোগ নেওয়া হচ্ছিল। সেই বিষয়ে আলোচনা চলছিল। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত স্তরে ৭,২০০-র বেশি শূন্যপদ পূরণের প্রস্তাব উত্থাপন করা হয়। তাতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা।

নবান্ন সূত্রে বলা হচ্ছে, এরই পাশাপাশি রাজ্য পুলিশে খুব শিগগির ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। তার বিজ্ঞপ্তিও যে কোনওদিন প্রকাশ হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Recruitment, #Government Job Recruitment

আরো দেখুন