বিনোদন বিভাগে ফিরে যান

কাদের সাথে ডেট করতে চান টলিপাড়ার ‘পাখি’ মধুমিতা?

January 11, 2024 | 2 min read

মধুমিতা সরকার, ছবি সৌজন্যে: Insta/@madhumita_sarcar

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: টলি সুন্দরীদের মধ্যে অন্যতম মধুমিতা। যাঁর বোল্ড লুক এবং গ্ল্যামারের যুগলবন্দি দর্শকদের মুগ্ধ করে দেয়। তবে বর্তমানে ফুটন্ত গসিপ মধুমিতার প্রেম পর্ব। অনস্ক্রিনের পরিসর নয়, বাস্তব জীবনেও একাধিক সেলেবদের সাথে ডেট করতে চান এই লাস্যময়ী নায়িকা।

মধুমিতা সরকার, ছবি সৌজন্যে: Insta/@madhumita_sarcar

সম্প্রতি এক সাক্ষাতকারে উঠে এল তাঁর ডেটিং প্রসঙ্গ। মধুমিতার অকৃত্রিম কথায় খোলসা হল অনুরাগীদের কৌতূহল। বাংলা গায়ক থেকে বলিউডের নায়ক, অনেকেরই সাথে ডেটে যেতে চান টলিপাড়ার ‘পাখি’। কেবল প্রেম, ঘোরা বা একে অপরকে চেনা-জানার জন্য নয়। সিঙ্গল থেকে মিঙ্গল হওয়ার জন্যও প্রস্তুত মধুমিতা। কিন্তু কারা সেই ব্যক্তি যাদের জন্য মন উড়ছে ‘পাখি’র?

মধুমিতা সরকার, ছবি সৌজন্যে: Insta/@madhumita_sarcar

এই সাক্ষাৎকারে মধুমিতা খোলাখুলি জানান, তিনি দেব, অনুপম রায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী ( প্রাক্তন প্রেমিক), এমনকি বলিউড বাদশা শাহরুখ খানের সাথেও ডেটে যেতে চান। শুধু ডেট নয়, তাঁদের বিয়েও করতে চান।

মধুমিতা সরকার, ছবি সৌজন্যে: Insta/@madhumita_sarcar

প্রসঙ্গত, ২০২১ সালে মৈনাক ভৌমিকের পরিচালনায় অপরাজিতা আঢ্য ও তাঁর ছবি ‘চিনি’-র মাধ্যমে দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছিলেন মধুমিতা। তাঁর প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’-এর নায়ক ছিলেন সৌরভ। সেখান থেকেই দুজনের প্রেম। ২০১৫ সালে মাত্র আঠেরো বছর বয়সে সেরে নিয়েছিলেন বিয়ে। ২০১৯-এর শেষের দিকে বিবাহ বিচ্ছেদের খবরও প্রকাশ্যে আসে। ২০২২-এর নতুন বছরে প্রেম নিয়ে মধুমিতা জানিয়েছিলেন, “আমার কাছে প্রেম আসুক সিনেমার রূপে।” ২৪-এর শুভলগ্নে রঙিন পর্দার প্রেমের গন্ডির বাইরে বাস্তবে রুপ দিতে তৎপর অভিনেত্রী। মধুমিতার সোজাসাপ্টা উত্তরে ভক্তদের কৌতূহলের তৃষ্ণা কিছুটা মিটল বলে মনে করা হচ্ছে।

মধুমিতা সরকার, ছবি সৌজন্যে: Insta/@madhumita_sarcar

TwitterFacebookWhatsAppEmailShare

#Actress, #dating, #date, #Madhumita Sarcar, #Love Life, #Tollywood

আরো দেখুন