দেশ বিভাগে ফিরে যান

মোদী আমলে ভারতে ‘চাকরি দুর্ভিক্ষ’, কত বাড়ল বেকারত্বের হার?

January 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ফি বছর দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মোদী। কিন্তু সে প্রতিশ্রুতিও পূরণ হয়নি। বেকারত্বের জ্বালায় পুড়ছে গোটা দেশ, বিশেষ করে যুব সমাজ ২০ থেকে ৩৪ বছর বয়সীরা হাহাকার করছে কাজের জন্য। সবচেয়ে খারাপ অবস্থা গ্রামীণ ভারতের। বিরোধীরা বলছেন, মোদী আমলে দেশে কার্যত চাকরির দুর্ভিক্ষ চলছে। তরুণ-যুবক থেকে মহিলা বেকারত্বর গ্রাস থেকে রেহাই নেই কারও। শেষ ত্রৈমাসিকে ফের বাড়ল বেকারত্বের হার।

বেকারত্বের ভয়াবহ ছবিটা সামনে এনেছে সিএমআইই। তাদের রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে ২০ থেকে ২৪ বছর বয়সীদের বেকারত্বের হার বেড়ে ৪৪.৪৯ শতাংশে পৌঁছে গিয়েছে। তার আগের ত্রৈমাসিকে বেকারত্বের হার ছিল ৪৩.৬৫ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ২৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যেও বেকারত্ব ১৩.৩৫ শতাংশ থেকে বেড়ে ১৪.৩৩ শতাংশ হয়েছে। ওই বয়সগোষ্ঠীর ক্ষেত্রে বেকারত্বের এহেন হার শেষ ১৪টি ত্রৈমাসিকের মধ্যে সর্বাধিক। ৩০ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যেও বেকারত্বের হার অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ২.০৬ শতাংশ থেকে বেড়ে ২.৪৯ শতাংশ হয়েছে। যা বিগত ১০টি ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ।

TwitterFacebookWhatsAppEmailShare

#unemployment rate, #modi govt, #Unemployment Rate in India, #Modi

আরো দেখুন