কলকাতা বিভাগে ফিরে যান

পুলিশি তৎপরতায় রক্ষা পেয়ে কী বললেন গঙ্গাসাগরে আগত তিন সাধু – দেখুন ভিডিও 

January 13, 2024 | 2 min read

ঘটনার ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল (ছবি সৌজন্যে টুইটার)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জমে উঠেছে গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তিতে পুণ্যস্নান করতে লাখ লাখ মানুষ এসেছেন গঙ্গাসাগরে। এবং তাঁদের নিরাপত্তায় তৎপর সারা রাজ্যের পুলিশ বাহিনী।

পুলিশি তৎপরতার উদহারণ সারা রাজ্যেই। আর তার জন্যই পুরুলিয়া পুলিশের তৎপরতায় কার্যত প্রাণ বাঁচল তিন সাধুর।

কি হয়েছিল পুরুলিয়ায়?

উত্তরপ্রদেশের বেরিলি থেকে গঙ্গাসাগর আসছিলেন ওই সাধুরা। পুরুলিয়ার কাশিপুর থানা এলাকার গৌরাঙ্গডি গ্রামে গাড়ি থামিয়ে পথের খোঁজ নিচ্ছিলেন। সাধুদের ভাষা বুঝতে না পেরে ঘাবড়ে ভয় পেয়ে চিৎকার করে লোক জোগাড় করে কিছু স্থানীয় মানুষ। এরপরেই নারী পাচারকারী সন্দেহে সাধুদের ওপর হামলা করে স্থানীয়রা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। উন্মত্ত জনতার হাত থেকে আক্রান্ত সাধুদের উদ্ধার করে। বলতে গেলে প্রাণে বাঁচল। হামলার ঘটনায় ১২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে কাশীপুর থানার পুলিশ। ভাষার জন্য যে এতো সমস্যা তা বলেন এই সাধুরা। তারা নিজে থেকে পুলিশে কোনও FIR-ও দায়ের করেন নি।
দেখুন সেই তাঁদের বক্তব্যের ভিডিও :

পুলিশ সূত্রের খবর, যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা সবাই হিন্দু।
1) Sunil Bauri (33 Years) S/O Lt Nepal Bauri of village Gourangdih,
(2) Bimal Kaibartya (26 Years) S/O Sudhir Kaibartya of Gourangdih, (3) Anil Kaibartya (50 Years) S/O Lt Amulya Kaibartya of Gourangdih, (4) Hiralal Paramanik (53 Years) S/O Sankar Paramanik of village – Babirdih,
(5) Paltu Haldar (42 Years) S/O Tarapada Haldar of Gourangdih,
(6) Rajesh Haldar (26 Years) S/O Sastipada Haldar of village Gourangdih,
(7) Mihir Kaibartya (36 Years) S/O Debu Kaibartya of village Babirdih,
(8) Malay Dey @ Biswanath (42 Years) S/O Manik Ch Dey of village – Gourangdih,
(9) Rajkumar Haldar (53 Years) S/O Lt Purna Chandra Haldar of village – Gourangdih,
(10) Ananta Haldar (45 Years) S/O Radharaman Haldar of Gourangdih, (11) Taraknath Haldar (45 Years) S/O Lt Anadi Prasad Haldar of village – Gourangdih,
(12) Meghnath Dey (37 Years) S/O Manik Ch Dey of village – Gourangdih, all of under Kashipur PS, Dist – Purulia

উত্তরপ্রদেশের সাধুরা বাংলার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ঘটনায় রাজনীতি ছিল না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gangasagar Mela, #Uttar Pradesh, #monks, #gangasagar 2024

আরো দেখুন