সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার, ৬ উইকেটে হারাল আফগানদের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ ইন্দোর আফগানদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল রোহিত বাহিনী।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন গুলবাদিন। ২৩ রান করেন নাজিবুল্লাহ, ২১ রান করেন মুজিব ও ২০ রান করেন করিম। টিম ইন্ডিয়ার হয়ে ৩টি উইকেট নেন আর্শদ্বীপ সিং, ২টি করে উইকেট নেন রবি বিষ্ণই ও অক্ষর প্যাটেল। একটি উইকেট নেন শিবম দুবে।নির্ধারিত ২০ ওভারে ১৭২ রানে অলআউট হয় আফগানরা।
জবাবে ব্যাট করতে নেমে ০ রানে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। যশস্বী ও শিবম ঝোড়ো ব্যাটিং করেন এবং দুজনে ৬৮ ও ৬৩ রান করেন যথাক্রমে। ১৫.৪ ওভারে ৪ উইকেট ১৭৩ রান তুলে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। সিরিজও পকেটে পুরে ফেলল টিম ইন্ডিয়া। আফগানিস্তানের হয়ে দুটি উইকেট নেন করিম, একটি করে উইকেট নেন ফারুকি ও নবীন উল হক।