ইন্দোর কোহলির T-20 কামব্যাকের অপেক্ষায়, আজই সিরিজের ফয়সালা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ইন্দোর আফগানদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামতে চলেছে রোহিত বাহিনী। তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে জয় পেয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচ জিতে আজই সিরিজ পকেটে পুরে ফেলতে চাইছে টিম ইন্ডিয়া। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ টি-২০ সিরিজ। প্রায় দেড় বছর পর টি-২০-তে ফিরছেন বিরাট। সিরিজের প্রথম ম্যাচ বিরাট ব্যক্তিগত কারণে খেলতে পারেননি। ইতিমধ্যেই তিনি ইন্দোরে ভারতীয় দলে যোগ দিয়েছেন। দ্বিতীয় ম্যাচে তিনি খেলবেন, তা কার্যত নিশ্চিত। সেক্ষেত্রে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন কে?
তিলক বর্মার জায়গায় প্রথম একাদশে আসতে পারেন কোহলি। তিলকের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। এই ম্যাচে যশস্বী জয়সওয়ালের কামব্যাকের সম্ভাবনাও রয়েছে। চোটের কারণে তিনি প্রথম ম্যাচটা খেলেননি। তাঁর বদলে মোহালিতে শুভমানকে খেলানো হয়েছিল। ওপেনার হিসেবে দ্রাবিড়ের পছন্দ রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল জুটি। ব্যাটে-বলে, শিবম দুবে যথেষ্ট ভাল করছেন। রবি বিষ্ণোইয়ের পরিবর্তে এই ম্যাচে কুলদীপ যাদবকে দেখে নেওয়া হতে পারে।