পেনাল্টি থেকে পেত্রাতসের গোল, হায়দ্রাবাদকে ২-১ হারালো বাগান
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুপার কাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল মোহনবাগান। কার্যত হারতে হারতে একেবারে শেষ মুহূর্তে এল জয়। এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত সবুজ-মেরুন জিতল ২-১ গোলে। ১৯ জানুয়ারির ডার্বির আগে তিন পয়েন্ট তুলে নিল হাবাসের ছেলেরা। ম্যাচের ৮৭ মিনিট অবধি নিয়ন্ত্রণ ছিল নিজামের শহরের দলের হাতে কিন্তু আত্মঘাতী গোল এবং পেনাল্টি থেকে দিমিত্রি পেত্রাতসের গোলে ম্যাচ বাগানের পক্ষে চলে আসে।
খেলা শুরু হতেই ৭ মিনিটের মাথায় গোল হজম করতে হয় বাগানকে। লালচুংনুংটা ছাংতে জালে বল জড়িয়ে দেন। প্রথমার্ধে হায়দ্রাবাদ এক গোলে এগিয়ে থেকে সাজঘরে ফেরে। তবে এদিন একাধিকবার সুযোগ হাতছাড়া করেছে মোহনবাগান। ২১ মিনিটে গোল করার সুযোগও পেয়ে গিয়েছিলেন কিয়ান নাসিরি। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের মাথায় কামিন্সের ক্রস থেকে ফসল তুলতে পারেননি সুহেল। ৭০ মিনেটের মাথায় কিয়ানের ক্রস থেকে শট নেন কামিন্স। কোনও রকমে গোল বাঁচান কাট্টিমণি। এদিন কাট্টিমণি কার্যত দুর্ভেদ্য হয়ে দাঁড়িয়েছিলেন। ৭৯ মিনিটের মাথায় পেত্রাতসের শট প্রতিহত করেন কাট্টিমণি।
৮৪ মিনিটের মাথায় দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন নিম দরজি। রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন হায়দ্রাবাদ অধিনায়ককে। ম্যাচের বাকি সময়টুকু ১০ জনে খেলে হায়দ্রাবাদকে। ৮৮ মিনিটের মাথায় জেরেমির আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে বাগান। জেরেমি হেডে বল মাঠের বাইরে বের করার চেষ্টা করেন। তবে বল গোলকিপার কাট্টিমণির মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে যায়। ৯০ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান। স্পট কিক থেকে বল গোলে জড়িয়ে দেন পেত্রাতস। মোহনবাগান ২-১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ৭ মিনিট অতিরিক্ত সময় যোগ হয়। শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে তিন পয়েন্ট ঘরে তুলল বাগান।