দেশ বিভাগে ফিরে যান

গয়নার হলমার্কিং পরখ করার নামে জাল বিস্তার করছে প্রতারণার ফাঁদ?

January 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রেতাদের স্বার্থ রক্ষায় সোনার গয়নায় হলমার্কিং বাধ্যতামূলক করেছে সরকার। কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস হলমার্কিং যাচাই করে। এই যাচাই প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে। যা নিয়ে চিন্তিত স্বর্ণশিল্প মহল।

সঠিকভাবে গয়না হলমার্কিং হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব বিআইএসের। ওই দপ্তরের কর্তারা সোনার দোকানগুলি থেকে ইচ্ছামতো মতো গয়না তুলে নিয়ে যান। তারপর ল্যাবরেটরিতে পরীক্ষা করেই গয়না ফেরত দিয়ে দেওয়া হয়। গত কয়েকদিন ধরে বিআইএস কর্তা বলে দাবি করে, স্বর্ণকারদের একাংশের কাছে ভুয়ো ফোন আসছে। বলা হচ্ছে, গয়নাতে হলমার্কিংয়ে ত্রুটি রয়েছে। ১৫ হাজার বা ২০ হাজার টাকা দিলেই হলমার্কিংয়ে পাশ করিয়ে দেওয়া হবে গয়নাটিকে। পেমেন্ট অ্যাপের মাধ্যমে সেই টাকা পাঠাতে বলা হচ্ছে। ভয়ও দেখানো হচ্ছে, একবার হলমার্কিংয়ে ফেল হলে হলমার্কযুক্ত গয়না বিক্রির লাইসেন্স বাতিল করা হবে। এভাবেই কাজ করছে প্রতারণার চক্র।

ভুয়ো ফোনের বিষয়ে ইতিমধ্যেই কলকাতার বিআইএস কর্তাদের জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। সোনার ব্যবসায়ীদের সতর্ক করার কাজ শুরু হয়েছে। সচেতনতা বাড়াতে জোর প্রচার চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #gold jewellery, #jewelry, #hallmarking

আরো দেখুন