← রাজ্য বিভাগে ফিরে যান
শীতের ঝোড়ো ব্যাটিংয়ে শুরু মকর স্নান, কত লোকের পা পড়ল গঙ্গাসাগরে?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ মকর সংক্রান্তি, অন্যদিকে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেই ভোর রাত থেকে শুরু হয়েছে পুণ্যস্নান। আজ ভোরে লক্ষ লক্ষ পুণ্যার্থী ডুব দিয়েছেন গঙ্গাসাগরে।রবিবার রাত ১২টা ১৩ মিনিট থেকে পুণ্যস্নান আরম্ভ হয়েছে। সোমবার রাত ১২টা ১৩ মিনিট পর্যন্ত চলবে পুণ্যস্নান।
কপিল মুনির আশ্রমে উপচে পড়ছে ভিড়। কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় ৬৫-৭০ লক্ষ
পুণ্যার্থীর পা পড়েছে গঙ্গাসাগরে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করে নজরদারি চলছে। জল ও আকাশপথেও চলছে নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, NDRF, অসামরিক প্রতিরক্ষা বাহিনী ও নৌ বাহিনী প্রস্তুত রয়েছে। স্পিড বোট ও হোভারক্রাফটে চড়ে পুলিশ ও নৌসেনা টহল দিচ্ছে। সব মিলিয়ে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা গঙ্গাসাগরকে।