বিনোদন বিভাগে ফিরে যান

BFJA 2023 : বছরের জনপ্রিয় ছবি একেন বাবুর ‘রুদ্ধশ্বাস রাজস্থান’, তালিকায় আর কারা?

January 15, 2024 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: অষ্টম বর্ষে পা রাখল ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। রবিবার এক অনুষ্ঠানে ২০২৩ সালের বাংলা সিনে জগতের সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা গায়ক, সেরা পরিচালকদের হাতে তুলে দেওয়া হয়েছে সম্মান। বিচারকের আসনে ছিলেন বাংলার সাংবাদিক, ফিল্ম সমালোচকরা।

জয়দীপ মুখার্জির গোয়েন্দা অপরাধমূলক চলচ্চিত্র ‘দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান’ এবং অভিজিৎ সেন পরিচালিত সামাজিক অ্যাকশন ছবি ‘ প্রধান’ যৌথভাবে ‘মোস্ট পপুলার ফিল্ম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিয়েছে। এছাড়া সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ জিতে নিয়েছে দুটি পুরস্কার। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘নগরকীর্তন’ মোট 8টি বিভাগে অ্যাওয়ার্ড জিতেছে।সেরা নেতিবাচক চরিত্রে সম্মানিত হয়েছেন যিশু সেনগুপ্ত। অপর দিকে, ‘আমি সেই মানুষটা আর নেই’-এর জন্য সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হিসেবে পুরস্কার জিতেছেন অনুপম রায়। সেরা অভিনেতা পপুলার বিভাগে পুরস্কার পেলেও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না দেব। তাঁর হয়ে অ্যাওয়ার্ড নিয়েছেন প্রধান টিমের সদস্য। অপরদিকে, ইমনের অনুপস্থিতিতে তাঁর হয়ে পুরস্কার নিয়েছেন অনুপম রায়।

বিগত বছরটা ছিল শেষ পাতা-র। জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক অতনু ঘোষের ছবি ‘শেষ পাতা’-র জয়জয়কার। এই ছবিতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও গার্গী রায়চৌধুরী। সেরা ছবি থেকে শুরু করে সেরা আবহ, সেরা অভিনেতা, সেরা চিত্রনাট্য, সেরা পরিচালক সবই এসেছে এই ছবির ঝুলিতে।

দেখে নিন WBFJA প্রতিযোগিতার দৌড়ে কে কী পুরস্কার জিতলেন?

  • সেরা ছবি: শেষ পাতা
  • সেরা পরিচালক: অতনু ঘোষ (শেষ পাতা)
  • সেরা চিত্রনাট্য: অতনু ঘোষ (শেষ পাতা)
  • প্রধান চরিত্রে সেরা অভিনতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষ পাতা)
  • প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী: স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)/ চূর্ণী গঙ্গোপাধ্যায়- (অর্ধাঙ্গিনী)
  • পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী)
  • পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: মমতা শংকর (পালান)
  • নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা: যিশু সেনগুপ্ত (দশম অবতার)
  • কমিক চরিত্রে সেরা অভিনেতা: সোহাগ সেন (লাভ ম্যারেজ)
  • সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: অনুপম রায় (আমি সেই মানুষটা আর নেই-দশম অবতার)
  • সেরা মহিলা প্লেব্যাক গায়িকা: ইমন চক্রবর্তী (আলাদা আলাদা-অর্ধাঙ্গিনী)
  • সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর (আবহ): দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা)
  • সেরা প্রতিশ্রুতিশীল ডিরেক্টর: অরিত্র সেন (শহরের উষ্ণতম দিনে)
  • সেরা প্রতিশ্রুতিশীল অভিনেতা: বিশ্বজিৎ সরকার (শিবপুর)
  • সেরা প্রতিশ্রুতিশীল অভিনেত্রী: তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী)
  • বছরের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা: দেব (প্রধান)
  • সেরা লিরিক্স: অনুপম রায়-আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী)

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এই অ্যাওয়ার্ড শো-টিকে বলা হয় সিনেমার সমাবর্তন। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেছিলেন আরজে অগ্নি। উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অতনু ঘোষ, যিশু সেনগুপ্ত, অনুপম রায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতো টলি তারকারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#WBFJA Award 2023, #The Eken Ruddhaswas Rajasthan

আরো দেখুন