খেলা বিভাগে ফিরে যান

ইস্টবেঙ্গলে প্রথম বিদেশি মহিলা ফুটবলার বাংলাদেশের সানজিদা আক্তার

January 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: তিন দশক পর ইস্টবেঙ্গলে ফের এক বাংলাদেশি ফুটবলার। মহিলাদের আই লিগে লাল-হলুদ জার্সিতে এবার খেলতে দেখা যাবে সানজিদা আক্তারকে। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় মহিলা দলের ফুটবলার।

প্রায় তিন দশক আগে ইস্টবেঙ্গলের হয়ে খেলে গিয়েছেন শেখ মোহাম্মদ আসলাম, মোনেম মুন্না, রিজভি করিম রুমি, গোলাম গাউসের মতো বাংলাদেশের ফুটবলারেরা। তাঁদের পথ ধরেই এ বার লাল-হলুদ শিবিরে যোগ দিচ্ছেন সানজিদা।

উল্লেখ্য বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের পর সানজিদাকেও দেখা যাবে ভারতের ক্লাব ফুটবলে। সানজিদার ইস্টবেঙ্গলে খেলার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা শাখার প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানিয়েছেন, ‘‘আমরা সানজিদাকে ছাড়পত্র দিয়েছি। কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবে খেলতে যাবে। ভারত থেকে আমাদের কাছে দু’জন ফুটবলারের জন্য প্রস্তাব এসেছিল। আমরা সাবিনা আর সানজিদাকে ছাড়পত্র দিয়েছি।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #Sanjida Akhter, #Bangladesh, #footballer

আরো দেখুন