খেলা বিভাগে ফিরে যান

ডিপফেকের শিকার শচীন তেন্ডুলকর! ক্ষুব্ধ মাস্টার-ব্লাস্টার

January 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি: রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজলের পরে এবার ডিপফেক প্রযুক্তির শিকার হলেন শচীন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর ভুয়ো ভিডিও। দেখা যাচ্ছে, একটি অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করছেন কিংবদন্তি ক্রিকেটার। শুধু তাই নয়, এই অ্যাপ ব্যবহার করে প্রচুর উপার্জন করছেন তাঁর মেয়ে সারা তেণ্ডুলকর সেকথাও বলতে শোনা গিয়েছে শচীনকে। এই ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়ার পরেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন শচীন।

তিনি সোমবারই এক্স হ্যান্ডলে লিখেছেন, এটি একটি ভুয়ো ভিডিও। ‘স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট’ নামে একটি অনলাইন গেমিং অ্যাপের প্রচার করছেন শচীন, এই খবরও সত্য নয়। এই ভয়ঙ্কর ঘটনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে বলেছেন ভারতীয় ক্রিকেটের মাস্টার-ব্লাস্টার।

তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহার করে এমন ভুয়ো ভিডিও বানানো হয়েছে। যা অত্যন্ত বিরক্তিকর। তাই এই ভিডিও দেখলে অবশ্যই তার বিরুদ্ধে রিপোর্ট করুন। কোনও অভিযোগ জমা পড়লে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে হবে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Deep fake images, #deepfake, #deep fake videos, #Sachin Tendulkar

আরো দেখুন