খেলা বিভাগে ফিরে যান

সানিয়া-শোয়েব বিচ্ছেদের জল্পনা ফের তীব্র হচ্ছে

January 16, 2024 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিচ্ছেদের জল্পনা ফের তীব্র হল। সমাজমাধ্যম থেকে শোয়েবের সব ছবি মুছে দিলেন ভারতের টেনিস তারকা।

সোশ্যাল মিডিয়ায় মূলত ইনস্টাগ্রামে বরের সঙ্গে একাধিক ছবি ছিল সানিয়ার। কিন্তু এখন আপনি যদি এই ভারতীয় টেনিস তারকার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখেন তাহলে শোয়েবের সঙ্গে সেসব ছবিগুলোর একটিও আর দেখতে পাবেন না। একটিমাত্রই ছবি রয়েছে। সেখানে সানিয়া এবং শোয়েবের সঙ্গে তাঁদের ছেলে ইজহান রয়েছেন। সেই ছবির ক্যাপশনে শোয়েবের বিশেষ নামোল্লেখ নেই। ইজহানের জন্মদিন উপলক্ষে সেই ছবিটি পোস্ট করেছিলেন আর এই ঘটনার জেরে ফের নতুন করে উসকে গিয়েছে শোয়েব এবং সানিয়ার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন।

ইদানীং শোয়েবের সম্পর্কে কোথাও কোনও কথা বলেননি সানিয়া। শোয়েবও সানিয়াকে নিয়ে মুখ খোলেননি। ধীরে ধীরে বিচ্ছেদের জল্পনা আরও জোরদার হচ্ছে।প্রসঙ্গত কিছু মাস আগে এই পাকিস্তানি ক্রিকেটার তাঁর ইনস্টাগ্রামের বায়ো থেকে সরিয়ে ফেলেছিলেন সানিয়ার নাম। সেখানে এতদিন লেখা ছিল তিনি একজন সুপারওম্যানের বর। কিন্তু সেটা সরিয়ে এখন তিনি কেবল নিজেকে বাবা বলেই পরিচয় দিয়ে রেখেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Shoaib Malik, #Separation, #Pakistani cricketer, #Sania Mirza, #indian tennis player

আরো দেখুন