দেশ বিভাগে ফিরে যান

আবারও চিতার মৃত্যু কুনো ন্যাশনাল পার্কে, প্রশ্নের মুখে সংরক্ষণ পদ্ধতি

January 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার বিকেলে ফের চিতার মৃত্যু হল কুনো ন্যাশনাল পার্কে। শৌর্য নামের চিতাটি বেশি কিছু দিন ধরে অসুস্থ ছিল বলেই খবর। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণে জানা যাবে।

মোদীর ৭২ তম জন্মদিন উপলক্ষ্যে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে ভারতে ৮টি চিতা আনা হয়। চিতাগুলিকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ছাড়া হয়। যার মধ্যে তিনটি পুরুষ চিতা এবং পাঁচটি স্ত্রী চিতা ছিল। তাদের তিনটি সন্তানও হয়। এ যাবৎ সব মিলিয়ে কুনো জাতীয় উদ্যানে সাতটি প্রাপ্তবয়স্ক চিতা এবং তিনটি শাবকের মৃত্যু হল।

দক্ষিণ আফ্রিকা থেকে পরে আরও ১২টি চিতা আনা হয়। গত বছর ২ আগস্ট চিতা মৃত্যুর ঘটনা ঘটেছিল কুনো ন্যাশনাল পার্কে। সবকটি চিতার মৃত্যুতে সংক্রমণকেই দায়ী করা হয়েছিল। বারবার চিতা মৃত্যুর ঘটনায় সংরক্ষণের পদ্ধতি নিয়েও সংসদে প্রশ্ন উঠেছিল।

কুনোর জঙ্গলে একের পর এক চিতার মৃত্যুতেই সরব হন পশুপ্রেমীরা। ভারতে চিতা সংরক্ষণের পন্থা নিয়ে উঠছে প্রশ্ন। আগেই মৃত্যু হয়েছিল তিনটি শাবক ও ৬টি চিতার। আরও একটি পূর্ণ বয়স্ক চিতার মৃত্যু হল। সঙ্গত কারণের প্রশ্নের মুখে মোদী সরকারের সংরক্ষণ পদ্ধতি।

TwitterFacebookWhatsAppEmailShare

#kuno national park, #Death, #Cheetah, #Kuno Cheetah

আরো দেখুন