জয়নগরের পাঁচুগোপাল মন্দির কেন ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জয়নগরের গোয়ালবেড়িয়ার মোমরেজগড়ে রয়েছে পাঁচুগোপাল মন্দির। জনৈক মোমরেজ মোল্লা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মাঘ মাসের প্রথম দিনে এই মন্দির সংলগ্ন মাঠে মেলা বসে। ১০১ বছর ধরে এই মেলা চলছে। স্থানীয় হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষজন আয়োজন করেন মেলার। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচুগোপাল মন্দিরে পুজো দিতে আসেন মানুষজন।
মোমরেজের স্ত্রী ক্ষিরোমণি ছিলেন হিন্দু। স্ত্রীর কথায় পাঁচুগোপাল মন্দির তৈরি করেছিলেন মোমরেজ। মন্দিরের গোপাল পুজোকে কেন্দ্র করে পয়লা মাঘ মেলা বসে। মঙ্গলবার সেই উৎসবে মানুষের ঢল নেমেছিল। পুজো ও মেলাকে কেন্দ্র করে গোটা এলাকা সেজে উঠেছে।
মন্দিরের পাশের স্নান করে ভিজে কাপড়ে দণ্ডি কাটার রেওয়াজ রয়েছে এখানে। প্রতি শনি ও মঙ্গলবার দূরদূরান্ত থেকে মানুষ মন্দিরে পুজো দিতে আসেন। মন্দিরের কাছে প্রাচীন তালগাছ আছে। সেই গাছের শিকড় দিয়ে মাদুলি তৈরি হয়। মানুষের বিশ্বাস, ওই মাদুলি ধারণ করলে রোগমুক্তি ঘটে।