আজ থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস? কী বলছে আবহাওয়া দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্যে আজ থেকে বদলে যাচ্ছে আবহাওয়া। প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর হয়ে প্রবেশ করবে বাংলায় যার ফলে ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত বৃষ্টি হবে রাজ্যে।
আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ এবং আগামীকাল কলকাতায় মাঝারি বৃষ্টি হবে কিন্তু তাপমাত্রা বাড়বে ও শীত কমবে।