হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

লোকসভায় প্রার্থী হচ্ছেন CPI(M)-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম?

January 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: গত ৭ জানুয়ারি DYFI-র ভিড়ে ঠাসা ব্রিগেড দেখার পর সিপিআইএম কি লোকসভা ভোটে তরুণ প্রজন্মদের টিকিট দেবে নাকি ফের লড়াইয়ে নামবেন মহম্মদ সেলিম, নন্দিনী, হান্নান মোল্লারা? রাজ্য রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।

বামদের সূত্র মারফত খবর মিলছে, হয়ত লোকসভায় লড়বেন না CPI(M)-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। প্রসঙ্গত, রাজ্যসভা ও লোকসভা, দেশের দুই আইনসভারই সদস্য ছিলেন সেলিম। তবে ২০১৯-এ তিনি পরাজিত হন। জল্পনা চলছে, এবারেও ভোট কি ময়দানে নামতে চলেছেন তিনি?

সেই সঙ্গে প্রশ উঠছে, যদি তিনি প্রার্থী হন, তাহলে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা জোড়ালো সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের? সম্ভাবনায় উঠে আসছে একাধিক আসনের নাম।
২০১৪ সালে রায়গঞ্জ আসন থেকে জিতেছিলেন তিনি। সুতরাং, প্রার্থী হলে, রায়গঞ্জের দিকে নজর থাকবে তাঁর।
জল্পনা হচ্ছে শ্রীরামপুর আসনে প্রার্থী হয় নিয়েও। তৃণমূল-বিজেপির ভোট কাটাকাটিতে জিততে পারে বাম প্রার্থী, এরকমই জল্পনা।

নতুন জল্পনা শুরু হয়েছে যে বাম-কংগ্রেস জোট হলে মুর্শিদাবাদ থেকেও নাকি প্রার্থী হতে পারেন মহম্মদ সেলিম। ২০১৪ সালে এই আসন থেকে জিতেছিলেন বাম প্রার্থী বদরুজ্জোহা খান।

তবে, বিগ্রেডের পরে, নতুনদের হাতে ব্যাটন দিয়ে সংসদীয় রাজনীতি থেকে সরে দাঁড়াবেন সেলিম, এই জল্পনাই সব থেকে জোরালো।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mohammed Salim, #West Bengal, #Cpim, #politics, #Loksabha Election 2024

আরো দেখুন