← উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান
চিকিৎসাক্ষেত্রে নজির! সফলভাবে কর্নিয়া প্রতিস্থাপন North Bengal Medical College-র
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: চিকিৎসাক্ষেত্রে নজির গড়ল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। বুধবার সেখানে তিনজন রোগীর কর্নিয়া প্রতিস্থাপন করা হল। হাসপাতাল কর্তৃপক্ষের আশা, এর ফলে বহু মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাবেন। ফের উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আই ব্যাঙ্ক চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ধাপে ধাপে প্রস্তুতি চলছে।
বুধবার এক মহিলা-সহ তিনজনের চোখে সফলভাবে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে। পশ্চিমবঙ্গ আই ব্যাঙ্কের নোডাল অফিসার অনিল ঘাঁটার নেতৃত্বেই কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে। মেডিকেলের চক্ষু বিভাগের প্রধান চিকিৎসক নজরুল ইসলাম, ডাক্তার অরুন বিশ্বাস-সহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। কলকাতা থেকেও কর্নিয়া নিয়ে আসা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সব ঠিক থাকলে এবার থেকে নিয়মিত কর্নিয়া প্রতিস্থাপন চালাবেন তাঁরা।