দীর্ঘদিনের দাবি পূরণ, মহকুমা তকমা পেল ধূপগুড়ি
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হল, এবার মহকুমার তকমা পেল ধুপগুড়ি। দাবি পূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দারা অত্যন্ত খুশি। আজ দুপুরে, এক্স হ্যান্ডেল এ’কথ জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্র মারফত জানা যাচ্ছে, আইনি জটিলতার কারণে মহকুমার অনুমোদন প্রক্রিয়া আটকে ছিল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর বৃহস্পতিবার ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণার ছাড়পত্র মেলে।
ধূপগুড়ি মহকুমা গঠনের সিদ্ধান্তে আগেই সিলমোহর পড়েছিল মন্ত্রিসভার বৈঠকে। ১২ অক্টোবর রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ হয়। আজ ধূপগুড়ি সেই তকমা পেল। উল্লেখ্য, ধূপগুড়ি ও বানারহাট, এই দুটি ব্লক নিয়ে ধূপগুড়ি মহকুমা তৈরি হল। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখছেন, ‘আজ ধূপগুড়ি সরকারিভাবে মহকুমার স্বীকৃতি পেল। এই স্বীকৃতির ফলে স্থানীয় বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্য, আইনী সাহায্য এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা পেতে আরও সুবিধা হবে। নতুন সুযোগ তৈরি হবে। ধূপগুড়িবাসী আরও বেশি করে সরকারি প্রকল্প ও নানান পরিষেবা পাবে।’