← কলকাতা বিভাগে ফিরে যান
এবার কলকাতায় শিশু বইমেলা? কী ভাবনা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুরু হয়ে গিয়েছে বইমেলা, শীতের সঙ্গে জমে উঠেছে বইয়ের মরশুম। এবার পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড শুধুমাত্র শিশুদের জন্য একটি বইমেলা করার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, আয়োজনের উদ্যোগ নেওয়াও শুরু হয়েছে। বইমেলার সময় বাদ দিয়ে অন্য কোনও সময় বইমেলা প্রাঙ্গণেই শিশু বইমেলা হবে বলে ঠিক হয়েছে।
বইমেলায় ছোটদের খুব আনন্দ হয়। বাবা-মা’র হাত ধরে তারাও মেলায় আসে। কলকাতা বইমেলাতেও প্রচুর শিশু পাঠক আসে। বইমেলা প্রাঙ্গণেই শিশুদের বইমেলা হবে। জেলা, রাজ্য, দেশ এবং বিদেশ থেকে প্রকাশিত শুধুমাত্র ছোটদের বই থাকবে মেলায়। এতে ছোটদের সঙ্গে বইয়ের যোগাযোগ আরও নিবিড় হবে।