দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ঠান্ডায় কাঁপচ্ছে বন্যপ্রাণীরাও! কী ব্যবস্থা সুরুলিয়া মিনি চিড়িয়াখানায়?

January 21, 2024 | < 1 min read

ঠান্ডায় কাঁপচ্ছে বন্যপ্রাণীরাও! ছবি সৌজন্যে: suruliazoo

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে, ঠান্ডার এহেন ব্যাটিংয়ে কাঁবু চিড়িয়াখানার বন্যপ্রাণীরাও। পুরুলিয়ার পারদ বেশ অনেকটাই নিম্নমুখী, ফলে সুরুলিয়া মিনি চিড়িয়াখানার প্রাণীরাও ঠান্ডায় রীতিমতো কাঁপচ্ছে। কী কী ব্যবস্থা নিচ্ছে মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ?

বন্যপ্রাণীদের নাইট শেল্টার, এনক্লোজারগুলোতে খড়, বস্তার ব্যবস্থা করা হয়েছে মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে। বন্যপ্রাণদের ডায়েট বদলে ফেলা হয়েছে। মিনি চিড়িয়াখানার দুটি ভাল্লুকের দিনের মধুর বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়েছে। ৫০ গ্রাম থেকে বাড়িয়ে একশো গ্রাম মধু দেওয়া হচ্ছে তাদের। নিয়মিত প্রাণীদের মল পরীক্ষা করা হচ্ছে। ২৪ ঘন্টা চিকিৎসকদের নজরে রাখা হচ্ছে।

পুরুলিয়ার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গিয়েছে। সে জন্য জেলার আবহাওয়া সব সময় চরমভাবাপন্ন। গ্রীষ্মকালে যেমন গরম, শীতে তেমনই ঠান্ডা। হাড়হিম করা শীত কয়েকদিন ধরেই টের পাচ্ছে পুরুলিয়া। চিড়িয়াখানাতেও পর্যটকদের ভিড়। কনকনে শীতে ২৪ ঘন্টা নজরদারিতে রয়েছে সুরুলিয়া মিনি চিড়িয়াখানার ভল্লুক, হায়না, হরিণ-সহ নানান বন্যপ্রাণী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Zoo, #Wild animals, #Surulia Mini Zoo, #Winter

আরো দেখুন